ডায়াবেটিক,জন্ডিস,বন্ধ্যা,আচিল,শ্বেত,টিউমার,জ্বরায়ু টিউমার,মেচ,অর্শ,যৌন রোগ সহ অসংখ্য রোগের হোমিও চিকিৎসা দেওয়া হয়। মোবাইলঃ ০১৮-১৮৫-৪৮৮৭৬
ডাঃনাসির মাহমুদ
৭৬৮. কোনো রোগী যদি বলে যে, আমার পিতা হঠাৎ করে (মানে অল্প বয়সে) হার্ট এটাকে মারা গেছেন, তাহলে তার উপযুক্ত ঔষধ কি হতে পারে ?
উত্তর : Medorrhinum, সাধারণত যারা গনোরিয়াতে আক্রান্ত হন তারা অধিকাংশ ক্ষেত্রে এন্টিবায়োটিক ইনজেকশান দিয়ে গনোরিয়াকে চাপা দেন, ফলে রোগটি তখন গিয়ে তাদের হৃৎপিন্ডকে আক্রমণ করে । এই ধরনের রোগীরা সাধারণত অল্প বয়সে হঠাৎ করে হার্ট এটাকে মারা যায় । যেহেতু তার বাবা গনোরিয়া চাপা দিয়ে সাইকোসিস মায়াজমের সৃষ্টি করেছিলেন, সুতরাং সে তার পুত্র হিসাবে জন্মসূত্রেই সাইকোসিস মায়াজমের অধিকারী হয়েছেন । কাজেই তার উপযুক্ত ঔষধ হলো মেডোরিনাম ।
৯১৪. আই.বি. এস , অ্যাজমা , ও সি ডি ( obsessive compulsive disorder) , বাইপোলার ডিসঅর্ডার এর মতো অসুস্থতা চির- আরোগ্য ( cure) হয় কি হোমিওপ্যাথি ঔষধ দ্বারা ?
উত্তর : হ্যাঁ, এসব রোগ এবং এদের চাইতেও অনেক জটিল রোগ হোমিওপ্যাথিক ডাক্তারগণ গত দুইশত বছর যাবত নিরাময় করে আসতেছেন । তবে আপনি যদি রোগমুক্ত না হয় সেটা আপনার ডাক্তারের ব্যর্থতা, হোমিওপ্যাথির কোনো ব্যর্থতা নাই ।
৯৪১. কোন হোমিওপ্যাথি ঔষধ উচ্চ মাত্রায় ( যেমন 10M) খাওয়ার পরবর্তীতে নিম্ন মাত্রায় (200) খাওয়া যাবে কি না? খেলে সেটি কার্যকারিতা প্রদর্শন করবে কি না ?
৯৫৭. একই সাথে ( একই দিনে) একাধিক (চারটি) হোমিওপ্যাথি ঔষধ খাওয়া যাবে কি না / এটি হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ কিনা ? একই সাথে সর্বোচ্চ কতটি ঔষধ খাওয়া যাবে এর কোন বাধ্যবাধকতা আছে কি?
৯৫৪. শক্তিকৃত ঔষধ ঘন ঘন খেতে হবে বা অদল বদল করে খেতে হবে।এই তথ্য Organon এর কত নম্বর এ্যাপারেজম আশাকরি জানাবেন।
৯৮৬. একবার মঞ্চে উঠলে পাঁচবার টয়লেটে যেতে হয়, ইহা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Gelsemium sempervirens
873. আপনি যদি আমার কথা বা কাজে কষ্ট পান তাতে আমার কিছু যায় আসে না, এমন নিষ্টুর মনমানসিকতা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Anacardium oriental
৮১৪. একটি শিশু তার মায়ের চাইতেও বেশী মেধাবী বুদ্ধিমান, এটা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Lycopodium paltatum
৮৯৫. ঘরের মানুষের সাথে স্বৈরাচারী কিন্তু বাইরের মানুষের সাথে ভদ্র আচরণ, ইহা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Lycopodium paltatum
৮৬১. সাংঘাতিক রকমের লম্পট লুচ্চা টাইপের ব্যক্তির ঔষধ কোনটি ?
উত্তর : Lycopodium peltatum
৯৬৮. Argentum nitricum ঔষধটির গুরুত্বপূর্ণ তিনটি লক্ষণ কি কি ?
উত্তর : গরম অপছন্দ করে এবং লবণ, মিষ্টি পছন্দ করে ।
৭৬৫. একজন মহিলা রোগী এসে তার এতো বেশী সমস্যার কথা বলল যে ডাক্তার সাহেবের মাথা এলোমেলো হয়ে গেলো । এই রোগীর ঔষধ কোনটা ?
উত্তর : Pulsatilla pratensis
৯১২. রোগীর দৃঢ় বিশ্বাস তার ক্যানসার হয়েছে । আপনি ঘণ্টার পর ঘণ্টা বোঝাতে পারেন কিন্তু তার ভ্রান্ত বিশ্বাস দূর করতে পারবেন না । এটা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Nitricum acidum
প্রশ্ন : কারসিনোসিন খেয়ে রোগ ভাল হলে তা কতদিন পর পর সেবন বিধেয়
উত্তর : যে-কোনো নোসডকেই কাজ করার জন্য অন্তত দুই মাস সময় দেওয়া উচিত
৭৮৮. কোন ঔষধের রোগীকে সমাজের সবাই ঘৃণা করে এবং কেন ?
উত্তর : Arsenicum album. আর্সেনিকের রোগীরা সাধারণত কৃপন, অস্থিরচিত্ত, সন্দেহপরায়ণ, পরনিন্দা বা সমালোচনাপ্রিয় এবং খিটখিটে মেজাজের হয় আর এসব বদস্বভাবের কারণে সমাজের সব শ্রেণীর মানুষই এদের অপছন্দ করে ।
৮৯৫. একজন শয়তান টাইপের মানুষ হঠাৎ ভীষণ ধার্মিক হয়ে গেলে সে কোন ঔষধের রোগী ?
উত্তর : Medorrhinum
৮২৭. কোন কোন ঔষধের রোগীর কাছে অপরাধ করে শতবার ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যায় না ?
উত্তর : Natrum muriaticum, Sulphur, Nitricum acidum
৯৮৬. ঘরে থাকতে ভালো লাগে না, কেবল বাইরে ঘুরতে মন চায়, এটা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Tuberculinum bovinum
৯৮৭. রোগী এতো গরম চা / কফি পান করে যে, অন্য কেউ হলে তার মুখ পুড়ে যেতো, ইহা কোন ঔষধের লক্ষণ ?
উত্তর : Chelidonium majus
854. দাদো, এক মাধ্যমিক স্কুল শিক্ষক একটু হাটলে, পরিশ্রম করলে, কোন ভারী দ্রব্য বহন করলে, হাপিয়ে ওঠেন, বুক চাপ বোধ করেন, রাতে দম অাটকে অাসে। উচ্চ রক্ত চাপ অাছে, ঠান্ডা সহ্য হয় না মোট কথা কোন প্রকার পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয়, কি দিবো??
উত্তর : রোগী মোটা হলে Ferrum metallicum আর পাতলা হলে Veratum album খাওয়াতে পারেন ।
854. আমার কাছে এক জন রোগি আসছিল তার কোলের বাচ্ছার বয়স ১ বৎসর এ অবস্তায় সে আবার গর্ভ হয় ১ মাসের মত সে মাসিক হওয়ার জন্য ঔষধ চাইতেছে কি ঔষধ দিব ঠিক করতে পারতেছিনা বা কি করব বুঝতেছিনা।
উত্তর : একবার গর্ভসঞ্চার হয়ে গেলে আর ঔষধে গর্ভ নষ্ট করা যায় না । অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ঔষধের ক্রিয়ায় ব্লিডিং হইতেছে মাসিক হইতেছে আবার অন্যদিকে পেটে বাচ্চাও বড় হইতেছে । কাজেই এসব কেইসে হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে এমআর করানোই উচিত । গর্ভধারিনী মায়ের জীবনের ঝুকিঁ আছে এমন কোনো কারণ ছাড়া বাচ্চা নষ্ট করা যে মারাত্মক গোনাহের কাজ, এটাও মনে করিয়ে দেওয়া উচিত ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment