উপদংস রোগগ্রস্ত ব্যক্তির সাতে সহবাসে এই রোগ জন্মে । আবার পিতা-মাতা থেকে ও এই রোগ সংক্রমিত হতে পারে। উপদংশ-বিষ শরীরে প্রবেশ করলে এক সপ্তাহের মধ্যেই লিঙ্গাগ্র -ভাগে একটি ফুস্কুড়ি দেখা দেয়।
ক্রমশঃ উহা চুলকাতে থাকে এবং উহার চারি পাশে ক্ষত হয়।রাতে বেশি চুলকা. যাহাদের শরীরে ফুড়া হয় তাহাদের সিপিলিস আছে. মাঝার হাড় ক্ষয় হয় সিপলিস এর কারনে ক্যান্সার সহ কঠিন রোগ হয় সিপলিস থেকে.
No comments:
Post a Comment