যৌন রোগ, ডাঃনাসির

🌳🏡অত্যান্ত গুরুত্বপূর্ন ৩টি হোমিওপ্যাথিক ঔষধ যেগুলো যুগ যুগ ধরে সফলতার সহিত যৌনরোগ সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে।পাঠের সুবিধার্থে একত্র করা হইল।

🇧🇩️নুফার লুটিয়াম
🌍Nuphar luteum

🌿 Small Yellow Pond Lily.
যেসব রোগে ব্যবহৃত হয়ে থাকে
Cholerine.
Diarrhea.
Dyspepsia.
Headache.
Impotence.
Psoriasis.
Rhus poisoning.
Seminal emissions.
Typhoid fever.
🌿প্রুভারঃ proved by Pitet, and many of his symptoms have been clinically confirmed.
🌿আমরা মূলত দুইটি সমস্যার দিকে একটু বেশি নজর দিই যথা-
👉👉যৌন ইচ্ছার অপূর্ন অভাব
👉👉প্রাতঃকালীন উদরাময়

🍇যৌন ইচ্ছার ক্ষেত্রেঃ
🌿প্রথমতঃ-যৌন ইচ্ছার সম্পূর্ন অভাব।ইচ্ছা একেবারেই বা প্রায় থাকেনা।
🌿যৌনইন্দ্রিয় সঙ্কুচিত ও শিথিল
🌿বাহ্যের সময় পস্রাব হবার কালে তাহার অনৈচ্ছিক শুক্রস্রাব হয়
🌿অন্ডকোষ ও পুংলিঙ্গে ব্যাথা থাকে

🍇উদরাময়ের ক্ষেত্রেঃ
🌿রোগীর মল তথা হাগু হলুদ বর্নের থাকে
🌿প্রাতকালে উদরাময়ের বৃদ্ধি এটির বিষেশ লক্ষন।
Most marked was a yellow diarrhea coming on in the early hours of the morning.
🌿টাইফয়েডের সাথে উদরাময় থাকলে এটির প্রয়োগ আবশ্যক
Nuph has cured many cases of diarrhea so characterized, and even cases of typhoid fever.
আরো বিস্তারিতভাবে জানতে মেটেরিয়া মেডিকা ষ্ট্যাডি আবশ্যক।

🇧🇩️ডামিয়ানা
🌷বা টার্নেরা
♣♣Damiana

♦♦ব্যবহারস্হল:-
বাধক, ঋতুবন্ধ, শ্বেত প্রদর, ধ্বজভঙ্গ, শুক্রাণুর ক্ষয়, মাথা ব্যথা, মূত্রবেগ ধারণে অক্ষমতা প্রভৃতি।
ডাঃ হেল বলেন, এই ঔষধটি স্ত্রী ও পুরুষ উভয়েরই জননেন্দ্রিয়ের উত্তেজক।
অত্যাদিক ইন্দ্রিয়সেবা জনিত রোগ, স্বপ্নদোষ বা অসাড়ে শুক্রপাত কিংবা মূত্রথলি মুখশায়িকা গ্রন্থি হতে অসাড়ে লালার ন্যায় স্রাব প্রভৃতিতে ইহা উপযোগী।
স্ত্রীলোকদিগের রজোরোগ, বাধক এবং প্রদর প্রভৃতিতে রোগের জন্য জননেন্দ্রিয়ের শিথিলতায় ও ইহা ফলপ্রদ ঔষধ।
বৃদ্ধদিগের মূত্রবেগ ধারণ শক্তির অভাব এবং দিবা রাত্রি ফোটা ফোটা প্রস্রাব নির্গত হইলেও প্রয়োগ করা চলে।
আছাড় খাইবার ফলে মেরুদন্ডে আঘাত পাইলে ব্যবহার্য।
মাথার উপরদিকে অত্যাদিক যন্ত্রণাযুক্ত শূল।।
টার্নেরা বা ড্যামিয়ানা ধ্বজভঙ্গের বিশিষ্ট ঔষধ।
ইহাকে স্পেসিফিকও বলে।
স্নায়ুবিক দুর্বলতার হেতু ইন্দ্রিয়শক্তির হ্রাস বা একেবারেই লোপ বৃদ্ধদের রক্ষণশক্তির অভাব।
প্রস্রাব -পায়খানার সময় কোথঁ দিলে শুক্রপাত হয়।
যে সকল স্ত্রীলোকের ঋতুস্রাবের গোলযোগ আছে, জননেন্দ্রিয় শিথিল এবং দুর্বল এই ঔষধ কিছু দিন নিয়মিত ভাবে ব্যবহার করিলে তাহাদের সে সকল দোষ দূরীভূত হয়।
🌷সেবন বিধি :-Q শক্তি
২০ ফোটা ২ বার খাওয়ার পর এক ছটাক পানি সহ সেব্য।
ঔষধ অবশ্যই জার্মানির হতে হবে।

🌹অশ্বগন্ধা
🌹Arshagandha
🌿প্রচলিত নামঃ অশ্বগন্ধা
🌿ইংরেজী নামঃ Withania Root / Winter Cherry
🌿বৈজ্ঞানিক নামঃ Withania somnifera Dunal.
🌿পরিবারঃ Solanaceae

♣অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলে হয়।এই পাতার বৈজ্ঞানিক নাম ‘উইথানিয়া সোমনিফেরা । আয়ুর্বেদে একে বলা হয় বলদা ও বাজিকরি।
অশ্বগন্ধা গাছের মূল এবং পাতা স্নায়ুর বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। এই গাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় পাওয়া যায়। ঘুম আনার ওষুধ হিসাবে প্রাচীন মেসোপটেমিয়া এবং মিশরে এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। গাছটি সাধারণত দুই-আড়াই হাত উঁচু হয় এবং শাখাবহুল। এতে ছোট ছোট মটরের মতো ফল হয়।

♦ভেষজ গুণ-
এ গাছের রস শক্তিবর্ধক। শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম সুবিদিত।
অশ্বগন্ধার এর মূল ও পাতা স্নায়ুবিক বিভিন্ন রোগে উপশম আনে। দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায়। ইনসমনিয়ায় বা অনিদ্রায় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসাবে কার্যকর হতে পারে।
ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো চিনিসহ ঘুমানোর আগে খেতে পারেন।
সর্দি-কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে।
চোখের ব্যথা দূর করতে অশ্বগন্ধা বিশেষ উপকারী।
ক্রনিক ব্রংকাইটিসের ক্ষেত্রেও অশ্বগন্ধা একটি কার্যকর ওষধু। অশ্বগন্ধার মূল অন্তর্ধুমে পুড়িয়ে (ছোট মাটির হাঁড়িতে মূলগুলো ভরে সরা দিয়ে ঢেকে পুনঃমাটি লেপে শুকিয়ে ঘুটের আগুনে পুড়ে নিতে হয়। আগুন নিভে গেলে হাঁড়ি থেকে মূলগুলো বের করে গুঁড়ো করে নিতে হয়) ভালো করে গুঁড়িয়ে নিয়ে আধা গ্রাম মাত্রায় একটু মধুসহ চেটে খেলে ক্রনিক ব্রংকাইটিসে উপকার হয়।
মানসিক ও শারীরিক দুর্বলতা, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। মনোযোগ বাড়ায়। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।
অম্বল-অজীর্ন, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী অশ্বগন্ধার ফল। হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে অশোধিত অশ্বগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করে। এর ফলে তলপেটে ব্যথা উঠতে পারে। সুতরাং যাদের হজমশক্তি দুর্বল, তাদের অবশ্যই ভালো মানের অশ্বগন্ধা সেবন করতে হবে।

♣হোমিওপ্যাথিতে অশ্বগন্ধার ব্যবহার-
প্রথমে মূল আরক হতে মাদার টিংচার প্রস্তুুত করা হয়।এরপর শক্তিকরন করা হয়।ইতিপূর্বে বন্ধা পুরুষের একটা পোষ্ট দিয়েছিলাম।পুরুষের সমস্যার কারুনে বাচ্চা না হলে ধরেই নিতে হবে ব্যক্তি ওলিগোসফারমিয়া বা এজোসফারমিয়ার রোগী।দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে মেডিকেল সাইন্স কোন সমাধান বের করতে পারেনাই তবে ওরিগোসফারমিয়ার ক্ষেত্রে অথাৎ শুক্রানু কম থাকলে সার্বিক দিক বিবেচনায় অশ্বগন্ধা সেবনে পুরুষকে সন্তান জন্মদানে সক্ষম করা সম্ভব।
আজ এ পর্যন্তই,সবাই ভাল থাকবেন।

🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

No comments:

Post a Comment