অহংকার হোমিও ডাক্তার

আল্লাহপাক কোরআনে বলিয়াছেন তোমরা কাউকে তুচ্ছ ভাবিও না,কেননা সে তোমার কাছে তুচ্ছ হতে পারে কিন্তু আমার কাছে সে অনেক দামি.

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যার ভেতরে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না .

ডাক্তার হ্যানিম্যান বলেছেন -হোমিওপ্যাথিক চিকিত্সা আত্নাধিক প্রকৃতির।চিকিত্সক অত্যন্ত পবিত্র এবং নির্মল না হলে তার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার করুণা রোগীর দেহমধ্যে সঞ্চারিত হতে পারে না।

কিন্তু বর্তমানে কিছু হোমিওপ্যাথিক ডাক্তার দেখা যায়, যারা কোনো একটি কোর্স করার কারণে বা কোন একটি ডিগ্রী নেওয়ার কারণে, অন্যান্যদের খুবই তুচ্ছ ভাবে এবং নিজেকে খুবই বড় পন্ডিত ভাবে এবং কথায় কথায় অহংকার প্রকাশ করে.উনারা কি সত্যি হোমিওপ্যাথ ???হোমিওপ্যাথ হলে উনার কার হোমিওপ্যাথি করেন ?? হ্যানিম্যানের না অন্য কারো ???আমি আশা করবো সঠিক এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হলে অবশ্যই আপনি আপনার ভেতর থেকেই এই সমস্ত খারাপ গুন গুলো দূরীভূত করুন.এবং সবাইকে সম্মান করতে শিখুন,তাহলে আপনি হ্যানিম্যান প্রণীত হোমিওপ্যাথির হোমিওপ্যাথ হবেন.আর না পারলে আপনিই প্যাথিতে থাকার দরকার নাই.

1 comment:

  1. Casino Games - JTM Hub
    We have over 500 slot machines, a dozen video poker 아산 출장안마 games, a TV, an app, 공주 출장안마 a video game store, and a 경상남도 출장마사지 full suite of slot machines. 광주 출장마사지 Play them on your PC or Mac. 여주 출장안마

    ReplyDelete